এআই স্টার্টআপ কিনছে স্যামসাং

১২ মে, ২০২৪ ১৯:০৮  

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের চিকিৎসা যন্ত্রপাতি বিভাগ স্যামসাং মেডিসন ফ্রান্সের সোনিও নামের একটি উদ্ভাবনী উদ্যোগ (স্টার্টআপ) অধিগ্রহণ করার পরিকল্পনা করছে। প্রায় ৯ কোটি ২৭ লাখ মার্কিন ডলারে অধিগ্রহণ করা হচ্ছে সোনিওকে।

ডায়াগনস্টিক ইমেজিং যন্ত্রপাতি তৈরিতে বিশ্বের অন্যতম প্রভাবশালী কোম্পানি স্যামসাং মেডিসন। প্রতিষ্ঠানটি সোনিও আলট্রাসাউন্ডের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সফটওয়্যার তৈরি করে।

সোনিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞদের আলট্রাসাউন্ড পরীক্ষার তথ্যাদি ও নথি সংরক্ষণে সাহায্য করে। সোনিওর বিভিন্ন যন্ত্র এআইয়ের মাধ্যমে অ্যালগরিদম ব্যবহার করে। আলট্রাসাউন্ড স্ক্যানের ছবির গুণমান উন্নত করতে সাহায্য করে সোনিওর বিভিন্ন যন্ত্র।

স্যামসাং মেডিসন জানিয়েছে, সোনিওর সফটওয়্যার স্যামসাংয়ের এআই-চালিত ইমেজিং যন্ত্রপাতির কার্যক্ষমতা আরও বাড়াবে। স্যামসাং মেডিসনে স্যামসাং ইলেকট্রনিকসের প্রায় ৬৯ শতাংশ অংশীদারত্ব রয়েছে। ২০১১ সালে মেডিসনকে ২ কোটি ২০ লাখ মার্কিন ডলারে অধিগ্রহণ করেছিল স্যামসাং।

স্যামসাং এক বিবৃতিতে জানায়, অধিগ্রহণের পরও সোনিও একটি স্বাধীন কোম্পানি হিসেবে কাজ করবে। বাণিজ্যিকভাবে বিভিন্ন কাজ ও গবেষণা পরিচালনা করবে। ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন দেশে পণ্য ও সেবার জন্য কাজ করবে।

ডিবিটেক/বিএমটি